ঢাকা, শনিবার, ১৮ মে, ২০২৪

দোহারে ভ্রাম্যমাণ আদালতে ১৩ মোটরসাইকেল চালককে অর্থদণ্ড

ঢাকার দোহার উপজেলায় ড্রাইভিং লাইসেন্স ও হেলমেট না থাকায় ভ্রাম্যমাণ আদালত ১৩ জন মোটরসাইকেল চালককে অর্থদণ্ড প্রদান করেছে। সোমবার বিকালে উপজেলার বাঁশতলা পালামগঞ্জ এলাকায় দোহার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জ্যোতি বিকাশ চন্দ্র ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময়ে সড়ক পরিবহণ আইন ২০১৮ এর ৬৬ ও ৯২ ধারায় ড্রাইভিং লাইসেন্স ও হেলমেট না থাকার অপরাধে ভ্রাম্যমাণ আদালত ১৩ জন মোটরসাইকেল চালককে ৪ হাজার ৯ শত টাকা অর্থদণ্ড প্রদান করেন। এসময় দোহার থানা পুলিশ অভিযান

পরিচালনায় সহযোগীতা করেন। দোহার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জ্যোতি বিকাশ চন্দ্র বলেন, ড্রাইভিং লাইসেন্সবিহীন কেউ মোটরসাইকেল চালাতে পারবে না। আমাদের অভিযান অব্যাহত থাকবে।
ads

Our Facebook Page